বাগান তৈরীর বিস্তারিত প্রক্রিয়া

বাগান তৈরীর বিস্তারিত প্রক্রিয়া

একটি বাগান তৈরীর বিস্তারিত প্রক্রিয়া শুরু করতে চান, কিন্তু কোথায় শুরু করবেন তা নিশ্চিত নন? বাগানে সব সময়ই কিছু না কিছু করতে হয় যেমন-চারা রোপণ, খুঁটি দেয়া, গাছ বিভক্ত করা, সঠিক আকার প্রদানের জন্য পুনঃ পুনঃ কাটা এবং আগাছা বাছাই করা। সঠিক বাগান ব্যবস্থাপনা করা হলেও কিছু কিছু গাছের প্রতি অধিক যত্নশীল হতে হয়। বাগানের যত্ন এবং এর ব্যবস্থাপনা বাগান করার সবচেয়ে গুরুত্বপূর্ণ  অংশ কারন এর দ্বারাই ধীরে ধীরে  বাগানের অবস্থা উন্নত হয়। নিয়মিত কাজ করার মাধ্যমে বাগানের প্রধান সমস্যা গুলো থেকে পরিত্রাণ পাওয়া যায় এবং বাগানের গাছগুলোর মৌসুম অনুযায়ী ব্যবস্থা নেয়া যায়। এর মাধ্যমে কোন গাছগুলো বাগানে ভালো অবস্থায় আছে সে সম্পর্কে  ধারনা পাওয়া যায় এবং এর থেকে বাগানের ভালো চারাটিকে রেখে অধিক দুর্বল চারাটি  সরিয়ে ফেলা যায়। তাই বাগানকে সুন্দর রাখার  জন্য বাগান ব্যবস্থাপনা অধিক জরুরি।

চারা রোপণ, চারা কে সঠিক আকার প্রদান করা এবং আগাছা বাছাই করা সম্পর্কে আমরা আগেই জেনেছি। এখন বাগানে খুঁটি দেয়া সম্পর্কে আলোচনা করা হল।

খুঁটি দেয়াঃ বাগানে খুঁটি দেয়া কারো জন্যই সুখকর নয়। দুর্বল চারা সমূহ ভেঙ্গে পরা এবং নষ্ট হয়ে যাওয়ার আগে পর্যন্ত আমরা খুঁটি দেই না। বাগানের দুর্বল গাছ সমুহে আগেই খুঁটি দিতে হবে, নইলে তা বাগানের জন্য ক্ষতির কারন হতে পারে।

খুঁটি দেয়ার মাধ্যমঃ সাধারনত প্রাকৃতিক উপকরন দ্বারা খুঁটি দেয়া হয়। ধাতব কিংবা কাঠের খুঁটির চেয়ে গাছের কাণ্ড এবং বাঁশ  খুঁটির জন্য ভালো। কখনো কখনো ধাতব খুঁটি কাজ অনেক  সহজ করে দেয় এবং মাঝে মাঝে শক্ত কাঠের খুঁটির ও প্রয়োজন হয়। জীবাণুর  মাধমে নষ্ট হতে পারে এমন উপকরণ দ্বারা খুঁটি দিলে (যেমন সুতার দড়ি) তা বাগানকে অধিক প্রাকৃতিক করে এবং যেহেতু এটা জীবাণু দ্বারা বিয়োজ্য তাই এটি খুব সহজে মাটিতে মিশে যায়।

যে সব গাছে খুঁটি দিতে হবেঃ

খুঁটি দেয়ার জন্য চারা বাছাই করতে হয়। বিশেষ করে কিছু লম্বা ফুলের গাছে খুঁটি দিতে হয়। ঝড়ো  বাতাস কিংবা বৃষ্টিতে এরা সহজেই নষ্ট হয়ে যায়। একবার নিচু হয়ে গেলে এদেরকে দাঁড়া করানো খুব কঠিন।

অন্যান্য আরও অনেক গাছ আছে যেগুলোতে খুঁটি দেয়া  জরুরি। ডেইজি, এস্টারের মতো ফুলের গাছ গুলো অতি নাজুক হয়। এদের জন্য খুঁটি দেয়া খুবই প্রয়োজনীয়। তবে লম্বা গাছের মাথা মৌসুমের শুরুতে কেটে দিলে এদের উচ্চতা নিয়ন্ত্রন করা যায়।

খুঁটি দেয়ার উপায়ঃ কোন গাছের ভেঙ্গে পরা ডাল কিংবা ছাটাই করা ঝোপের অবশিষ্টাংশ দিয়ে  প্রাকৃতিক উপায়ে বড় গাছের খুঁটি দেয়া হয়। বসন্তের শুরুতেই গুল্মের চারপাশে খুঁটি দিয়ে দিতে হয় এবং ক্রমেই ফুলের গাছ গুলো সেই কাঠিকে কেন্দ্র করে বেড়ে উঠে এবং পরে ঝোপের আকার ধারণ করে। সব সময় একটি পরিণত গুল্মের থেকে ৬-৮ ইঞ্চি ছোট খুঁটি বাছাই করতে হয়।

লম্বা সোজা গুল্মের ক্ষেত্রে পাতলা বাঁশের খুঁটি নির্বাচন করতে হয়। বসন্তের শুরুতেই খুঁটিটি স্থাপন করতে হবে যেন রোপন করার পর খুঁটি দ্বারা চারার মূল  আক্রান্ত না হয়। একটি দড়ির সাহায্যে খুঁটির সাথে চারাকে হালকা করে বেঁধে  দিতে হবে। বড় ফুলের গাছে খুঁটি দেয়ার ক্ষেত্রে ঠিক ফুলের নিচে বাধতে হবে যেন ফুলের ভারে গাছের কোন ক্ষতি না হয়।

ঝোপ জাতীয় গাছের ক্ষেত্রে ঝোপের চারপাশে বাঁশ দ্বারা খুঁটি দেয়া যায়। এছাড়া একটি খাঁচার আকৃতি করে  ও বেড়া দেয়া যায়।

বসন্তের শুরুতেই বাগানের চারা গুলোতে ভালো করে খুঁটি দিলে সারা মৌসুমে বাগানটিকে দেখতে অনেক ভাল দেখায়। বাগান তৈরীর বিস্তারিত প্রক্রিয়া বাগানের রক্ষণাবেক্ষণ সহজ হয়। কারন এতে করে কোন গাছকে সরিয়ে দিতে হয়না। এই মৌসুমে যে গাছের চারায় খুঁটি দেয়া প্রয়োজন হয় তা পরবর্তী মৌসুমেও কাজে লাগে।

Source

http://gardening.about.com/od/gettingstarted/tp/How-To-Start-A-Garden.htm

http://gardening.about.com/od/springinthegarden/a/Staking.htm

 

..

 

Sell Your Product With Us

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Want to write on Methopoth? Submit your article here ...