জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব স্থান, প্রজাতি এবং মানুষের জীবিকা রক্ষার জন্য WWF কাজ করে। যতোই দিন যাচ্ছে জলবায়ু ততোই আমাদের জন্যে অসহনীয় হয়ে উঠছে,বহু দিন ধরেই জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়া নিয়ে কথা বার্তা হচ্ছে কিন্তু কার্যত কোনও কাজই হচ্ছে না,হবে বলেও মনে হয় না যদি না আমরা নিজেরাই আমাদের নিজেদের অবস্থান থেকে এই মুহূর্ত থেকেই কিছু করার চেষ্টা শুরু না করি,আমাদের সবার উচিৎ কারো আশায় বসে না থেকে নিজেরাই কাজ শুরু করা,সম্পদের সঠিক ব্যবহার এর মাধ্যমে কার্বন এর ব্যবহার কমানো এবং বেশি করে গাছ লাগানো এবং যে গাছ গুলো এই মূহুর্তে প্রকৃতিতে আছে তা নষ্ট না করার মাধ্যমে আমরা নিজেরাই অনেক বড় অবদান রাখতে পারি ।আসুন ছো্ট একটা ভিডিও দেখা যাক যেখানে বলা হয়েছে মধ্য এশিয়ার অ্যারাল সাগর যাকে পৃথিবীর চতুর্থ বৃহত্তম হৃদ বলে ধরা হতো।কিন্তু গত চল্লিশ বছরে ষাট হাজার বর্গ কিলোমিটার আয়তনের আর প্রায় ৪০ মিটার গভীরের হৃদটি স্রেফ আকাশে মিলিয়ে যায়।এই ঘটনাকে জলবায়ু পরিবর্তনে এই শতকের সবচেয়ে বড় বিপর্যয়ের একটি বলে ধরা হয়। এখন সেখানে ধু ধু মরুভূমি। লেকের চিহ্ন হিসাবে শুধুমাত্র ১০% আয়তনের একটি জলাধার রয়েছে।
এই ভিডিও থেকে পরিষ্কার বুঝা যাচ্ছে যে এখনি সময় সতর্ক হবার ,জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব প্রতিক্রিয়া থেকে বাঁচার জন্যে কাজ শুরু করার ,এমন কি বহু বছর ধরেই আমাদের এই প্রানের বাংলাদেশেও জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়া লক্ষ করা যাচ্ছে,এর ফলে সময় মত বৃষ্টি হয় না,অসময়ে অতিরিক্ত বৃষ্টিপাতে বন্যার সৃষ্টি হয়,অন্যান্য ঋতু গুলোতেও অসামঞ্জস্যতা আমরা বহু বছর ধরেই শুধু দেখে যাচ্ছি,তাই আসুন নিজে সতর্ক হই,অন্যকে সতর্ক হতে অনুপ্রাণিত করি ।