পোকা দমনে জনপ্রিয় হচ্ছে ফেরোমন ফাঁদ
পোকা দমনে জনপ্রিয় হচ্ছে ফেরোমন ফাঁদ, আমরা জানি রাতে লাইটের আলোতে অনেক পোকা আকৃষ্ট হয়। তাই আলো ব্যবহার করে জৈব পদ্ধতিতে ক্ষতিকর পোকা খুব সহজেই এবং প্রায় বিনা খরচেই দমন বা নিয়ন্ত্রণ করা যায়। আলোর উৎস হিসাবে হ্যাজাক, হারিকেন, মশাল ব্যবহার করে তার নিচে একটি পাত্রে সাবানের গুঁড়া মিশ্রিত পানি রাখতে হবে।আলোতে আকৃষ্ট হয়ে পোকা উড়ে আসবে এবং সেখানে ধাক্কা খেয়ে পানির পাত্রে পড়ে মারা যাবে। সন্ধ্যা থেকে শুরু করে ২-৩ ঘণ্টা পর্যন্ত আলোক ফাঁদ কার্যকর থাকে। আলোক ফাঁদ জমির বাইরে ব্যবহার করতে হবে। এই ফাঁদ শুধু কৃষি জমিতেই নয়, বরং ছাদ বাগানের জন্যেও সমান ভাবে কার্যকর।
কিভাবে আলোক ফাঁদ তৈরি করবেন
ফাঁদ তৈরির জন্য লাগবে বৈদ্যুতিক তার, বাল্ব/ হারিকেন/ হ্যাজাক লাইট/ চার্জার, তিনটি বাঁশ/ গাছের ডাল, প্লাস্টিকের গামলা, রশি, পানি এবং ডিটারজেন্ট পাউডার/ কেরোসিন।জমির আইল থেকে আনুমানিক ৫০ মিটার দূরে স্থান নির্বাচন করতে হবে।
প্রথমে বাঁশের তিনটি খুঁটি ত্রিভুজ আকারে মাটিতে পুঁতে মাথার অংশ একত্রে বেঁধে দিতে হয়। এরপর মাটি থেকে আড়াই থেকে তিন ফুট উপরে একটি জলন্ত বাল্ব খুঁটির তিন মাথার সংযোগস্থলে রশির সাহায্যে ঝুলিয়ে দিতে হবে। এর নিচে একটি বড় আকারের প্লাস্টিকের গামলা বা পাত্রে ডিটারজেন্ট পাউডার অথবা কেরোসিন মিশ্রিত পানি রেখে এমনভাবে বসাতে হবে, যাতে পোকা এর বাইরে না পড়ে। ব্যাস তৈরী হয়ে গেলো ফাঁদ।
আলোর ফাঁদ এর উপকারিতা
এটি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে পোকা দমনে সাহায্য করে ফলে ফসলে ক্ষতিকর কীটনাশক দেয়ার দরকার পরে না। বিজ্ঞানীরা বলছেন আলোক ফাঁদ প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করলে ক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমানোর পাশাপাশি পরিবেশ নির্মল থাকবে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই) ‘র এক গবেষণার তথ্য অনুযায়ী, ধান চাষে কীটনাশক ব্যবহার করে কৃষকেরা তেমন কোনো বাড়তি সুবিধা পান না। এতে উৎপাদন তো বাড়েই না, বরং ব্যয় বেড়ে যায় ,পরিবেশও দূষিত হয়। এ ক্ষেত্রে আলোক ফাঁদ প্রযুক্তি ভালো বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে।
চাষিরা পোকামাকড় দমনে আলোক ফাঁদ প্রযুক্তি ব্যবহার করতে পারেন। এ জন্য এই প্রযুক্তির ব্যবহার ও উপকারিতা সম্পর্কে তাদের মাঝে প্রচারণা চালাতে হবে। এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কে কৃষকদের সহায়তায় এগিয়ে আসতে হবে। আলোক ফাঁদ প্রযুক্তি ছাড়াও ধানের পোকামাকড় দমনের জন্য আরও বেশ কিছু পরিবেশবান্ধব প্রযুক্তি রয়েছে, সেসব প্রযুক্তি সম্পর্কে কৃষকদের জানাতে হবে এবং জনপ্রিয় করার ব্যবস্থা করতে হবে।
ভিডিও টি দেখলে আমরা আলোর ফাঁদের বিস্তারিত ধারণা পাবো।
One Response
Thanks for this wonderful information.