একটি বনসাই কে কিভাবে training পট থেকে বনসাই পটে স্থানান্তর করতে হবে

training পট থেকে বনসাই পটে স্থানান্তর

একটি বনসাই কে কিভাবে training পট থেকে বনসাই পট এ স্থানান্তর করতে হবে তা অনেকেই ঠিক মতো জানি না বা বুঝতে পারি না , তাদের সুবিধার্থে বিডি বনসাই/মেঠোপথ  এর জন্যে কে,এম,সবুজ এর একটি লেখা –

প্রথমে বনসাই এবং টবের front side নির্বাচন করব । এরপর ট্রেনিং pot থেকে তুলে হুকের সাহায্যে বনসাইয়ের শিকড় বের করব । এতে সুবিধা হল গাছের নিচে অনেক সুন্দর সুন্দর শিকড় থাকতে পারে । যা বনসাইকে আরো বেশি আকর্ষনীয় করে তুলতে পারে । এর পর বনসাইয়ের অপ্রয়োজনীয় শিকড় গুলো কেচির মাধ্যমে কেটে নিব।এখন এবং পটের front সমন্নয় করে পটের তলা থেকে তার দিয়ে গোড়ার শিকড়ের সাথে ভাল ভাবে বেঁধে নিব , যাতে করে বনসাইটি বাতাসে বা ঝড়-বৃষ্টিতে  টব / Bonsai pot থেকে বিচ্ছিন্ন  হতে না পারে । এরপর গোড়ায় ভালভাবে সার মাটি দিব ,যাতে শিকড়ের মাঝে কোথাও কোন ফাঁকা না থাকে ।এখন বনসাইটিকে ছায়া যুক্ত স্হানে ১-২ সপ্তাহ রাখব।আরো ১ সপ্তাহ দিনের অর্ধেক বেলা রৌদ্র , অর্ধেক বেলা ছায়া এমন স্হানে রাখব । পরবতী সপ্তাহ অথাৎ ২১ দিন পর আস্তে আস্তে পূর্ণ রৌদ্রে নিয়ে আসব , এসময় বনসাইকে প্রয়োজনমতো ২-৩ বেলা পানি দিব । এভাবে আমরা একটি বনসাইকে ট্রেনিং টব/পট থেকে বনসাই পটে স্থানান্তর করতে পারি ।

repotting

* খুব ছো্ট হলেও এই আর্টিকেলটা খুব সহজে সবাইকে re-potting এর বিষয়টা বুঝতে সাহায্য করবে , এত সুন্দর একটি আর্টিকেল সবার সাথে শেয়ার করার জন্যে সবুজ ভাইকে অনেক ধন্যবাদ । অ্যাডমিন

..

গাছের যত্ন এবং সংরক্ষণ বিষয়ে জানতে নিচের পস্তগুলি পরে আসতে পারেন :

বনসাই গাছের যত্ন এবং সংরক্ষণ

কিভাবে মাটি তৈরী করতে হবে জানতে

আদর্শ মাটির বৈশিষ্ট

 

Sell Your Product With Us

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Want to write on Methopoth? Submit your article here ...