পরিবেশ দূষণ রোধে করণীয় | বায়ু দূষণ কি
গ্রুপ বায়ু, জল, মাটি, শব্দ, কম্পন এবং গন্ধ দূষণ, পরিবেশ দূষণ রোধে করণীয় প্রতিরোধ করার জন্য কাজ করে,
পৃথিবীতে আজ তীব্র তাপদাহ,কোথাও অতিবৃষ্টি, আবার কোথাও প্রচণ্ড তাপদাহে নগর জীবন ও কৃষিকাজ ব্যাহত হচ্ছে।
শব্দ দূষণ রোধে করণীয়
- টিভি এবং মিউজিক সিস্টেমের উচ্চ আওয়াজ নিয়ন্ত্রন করুন।
- অযথা গাড়ির হর্ন বাজাবেন না।
- লাউড স্পিকারের ব্যবহার সীমিত করুন।
- বিয়ে বাড়ির শোভাযাত্রায় ব্যান্ড বাজানো, পটকা ফাটানো বন্ধ করুন।
- নিজে এবং সবাইকে শব্দ দূষণ সংক্রান্ত আইন মেনে চলতে উৎসাহ দিন।
বায়ু দূষণ কাকে বলে
- বাড়ি, কারখানা, গাড়ি থেকে ধোঁয়া নিঃসরণ কম করার চেষ্টা করুন।
- আতসবাজি ব্যবহার করবেন না।
- আবর্জনা ডাস্টবিনে ফেলুন।
- থুতু ফেলার জন্য আলাদা জায়গা বা সব সময় পানি দিয়ে ধুয়ে দেওয়া যায় এমন জায়গা ব্যবহার করুন।
- নিজে এবং সবাইকে বায়ু দূষণ সংক্রান্ত আইন মেনে চলতে উৎসাহ দিন।
পানি দূষণ রোধে করণীয়
- নদী – খাল – বিল – ঝরনা, কল, কুয়ো বা অন্য কোনও জলাধারের কাছে জঞ্জাল ফেলবেন না।
- সাধারণের ব্যবহার্য পানির পাইপে ফুটো করবেন না।
- অযথা পানি অপচয় করবেন না।
- নিজে এবং সবাইকে পানি দূষণ সংক্রান্ত আইন মেনে চলতে উৎসাহ দিন।
রাসায়নিক দূষণ রোধে করণীয়
- রাসায়নিক সারের বদলে জৈব সার ব্যবহার করুন।
- পলিথিনের বদলে কাগজ ব্যবহার করুন।
- পলিয়েস্টারের বদলে সুতি ও পাট ব্যবহার করুন।
- ঠিক ভাবে পলিথিনের ব্যাগ নষ্ট করার ব্যবস্থা করুন।
- নিয়মিত গাছ লাগান।
- অযথা গাছ কাটবেন না।
- নিজে এবং সবাইকে রাসায়নিক দূষণ সংক্রান্ত আইন মেনে চলতে উৎসাহ দিন।
ইলেকট্রনিক দূষণ
এখন প্রযুক্তির যুগ,হাতে হাতে নানা রকমের ইলেকট্রনিক্স ডিভাইস, আর এর ফলস্বরূপ ইলেকট্রনিক দূষণ ভয়াবহ মাত্রা ধারণ করেছে। ফেলে দেওয়া বা ব্যবহার করা ডিজিটাল বা ইলেকট্রনিক্স নানা রকমের পণ্য থেকে বেশ ভালমাত্রায় দূষণ ছড়ায়। অনেক সময় এই দূষণের ফলে ভাইরাস ইনফেকশান হয়। যা থেকে নতুন কম্পিউটার বা ডিজিটাল গেজেটকে বাঁচানো বিরাট চ্যালেঞ্জ। এর হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন কোম্পানি এ ধরনের দূষিত বর্জ্য ফেলে দেওয়ার জন্য অন্য কোনও কোম্পানিকে নিয়োগ করে থাকে। ভারতে শুধুমাত্র ডিজিটাল দূষণ রোধ করার জন্য কয়েকটি কোম্পানি কাজ করছে। দেখা গিয়েছে,মুম্বাই,বেঙ্গালুরুর পরেই সবচেয়ে বেশি ইলেকট্রনিক দূষণ হয় কলকাতায়।বাংলাদেশও এর বাইরে নয়,তবে আশার কথা এই দূষণ সম্পর্কে সচেতনতা ক্রমশ বাড়ছে।