বাংলাদেশ বনসাই ক্লাব চট্টগ্রামের যাত্রা

বাংলাদেশ বনসাই ক্লাব চট্টগ্রামের যাত্রা

বাংলাদেশ বনসাই ক্লাব চট্টগ্রামের যাত্রা শুরু হলো। বনসাই শিল্পিদের একটি সংগঠন প্রতিষ্ঠার লক্ষে গত ৪ নভেম্বর নগরির স্ট্রান্ড রোড ইকবাল দোভাষ বিল্ডিংস্থ এ পেইস মেরিন এন্ড ফুয়েল সার্ভিসেস (সংগঠনের অস্থায়ী কার্য্যালয় ) অফিসে বনসাই শিল্পি এম জি জাকারিয়ার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বনসাই শিল্পকে সাধারণের মধ্যে ব্যাপক পরিচিতি এবং বিলুপ্ত প্রায় দেশীয় প্রজাতির গাছ নতুন প্রজন্মের মাঝে পরিচিত করা। সভায় বাংলাদেশ বনসাই ক্লাব, চট্টগ্রাম নামে সংগঠনের নামকরণ করা হয় এবং আগামী দুই বছরের জন্য এম জি জাকারিয়াকে সভাপতি, আব্দুল্লাহ খান বাবলুকে সিনিয়র সহসভাপতি, মানিক চন্দ্র দাশকে সহ সভাপতি, জাহের মোহাম্মদ আলাউদ্দীন খানকে সাধারণ সম্পাদক, মুর্শিদ জাহান ও বিপ্লব দেকে যুগ্ম সম্পাদক, মোহাম্মদ আতোয়াবকে সাংগঠনিক সম্পাদক, রিয়ান রহমান মিমুকে সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ ফয়সাল বিন মান্নানকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, মিসেস রোকসানা মিসেস মারিয়া চক্রবর্তী কে কার্যকরী সদস্য পদে মনোনিত করে বাংলাদেশ বনসাই ক্লাব, চট্টগ্রাম এর ১১ সদস্যসের কার্যকরী কমিটি গঠন করা হয়। এছাড়া সাধারণ সদস্যগণ হলেন মিসেস মেহরুন, মিসেস নার্গিস আক্তার ও নাসরিন আক্তার । প্রেস বিজ্ঞপ্তি।

link source

http://www.dainikazadi.org/details2.php?news_id=1201&table=november2014&date=2014-11-11&page_id=6&view=0&instant_status

 

 

Sell Your Product With Us

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Want to write on Methopoth? Submit your article here ...